Home > Work > নীল পাহাড়

নীল পাহাড় QUOTES

2 " অনাথদের বাবা-মা ভূতের মত তাদের ঘাড়ে চেপে বসে, তাদের কোন অস্তিত্ব নেই কিন্তু অস্বীকারও করা যায় না। তারা নেই কিন্তু তাদের নাম লেগে যায় আঠার মত। স্কুলে নিজের নাম লিখতে শেখানোর পরই বাবা-মায়ের নাম লেখা শেখানো হয়। মানিক খুব যত্ন করে রুল টানা খাতায় নিজের মাকে ফুটিয়ে তুললো, বাবাকেও অক্ষর দিয়ে এঁকে দিল খাতায়। বেশ কিছুক্ষণ স্পর্শ করলো আঙুল দিয়ে। রুল টানা খাতা থেকে কৃষ্ণ কুমার মিত্র এবং লক্ষীরাণী মিত্র যেন তার দিকে মায়া ভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মানিকের নিজের কিছুই ছিলো না, কোন এক ধনীর নাদুসনুদুস পুত্রের ঢিলেঢালা জামা আর দড়ি দিয়ে বেঁধে হাফ প্যান্ট পড়ত, তার সবকিছুই ছিলো অন্য কারো উচ্ছিষ্ট। এই প্রথম তার নিজের কিছু হলো, তার বাবা-মা হলো। "

Obayed Haq , নীল পাহাড়