Home > Author > Anna Akhmatova

Anna Akhmatova QUOTES

48 " ক্লিওপেট্রা
( আমি বাতাস ও আগুন - শেকসপিয়ার )
অ্যান্টনির মরা ঠোঁটে আগেই ও খেয়েছিল চুমো
সিজারের পায়ে পড়ে হাঁটু গেঁযে নিয়েছিল কেঁদে
চাকরেরা বিশ্বাসঘাতক । মিইয়ে আসা গাঢ় অন্ধকারে
ওকে হেরে যেতে দেখে রোমের ইগলপাখি উল্লাসে বাজাচ্ছে ভেঁপুভেরি ।

ওর কমনীয় রূপে বাঁধা শেষতম লোকটি ঘরে ঢোকে
ঋজু ও রাজকীয় । নিজেরি রানির সামনে তোতলায় :
“দাসি-গোলামের মতো হাঁটাবে তোমাকে রাজপথে, কেননা বিজয়ী !”
শুনেও ও শুয়ে থাকে, হাঁসের মতন গ্রীবা, শান্ত গরিমায় !

ভোর হলে শেকলে বাঁধবে ওর ছেলেমেয়েদের । সামান্য প্রেম
পৃথিবীতে রয়ে গেছে ওর : এও লোকটির সাথে রসিকতা ।
তারপর ছেড়ে দেবে শেষ করুণার মতো বিষধর
শ্যামল বুকের মাঝে আলতো হাতে কালো জীবটাকে । "

Anna Akhmatova , Antologia Poética

49 " আমার কেউ নয় ওরা যারা দেশ ছেড়ে চলে যায়
আমার কেউ নয় ওরা যারা দেশ ছেড়ে চলে যায়
শত্রু আর লুটেরার হাতে যায় দেশটাকে ছেড়ে ।
ওদের প্রথাগত প্রশংসায় আমি কান দিই না খকনও ।
ওরা সব গাইবে বলে আমার কোনো গান নেই ।

দেশত্যাগীদের জন্য আমি কষ্ট পাবো চিরকাল।
কয়েদির মতো কিংবা যেন আধমরা,
যে পথে তোমরা ঘোরো অন্ধকারে, ভবঘুরে দল,
তোমার বিদেশি অন্নে তেতোপাতা ভরা।

এখানে স্বদেশে রোজ অগ্নিকাণ্ড ঘটেই চলেছে
খেয়ে ফেলছে বাকি যৌবন, আমরা এগোই
আমাদের থ্যাঁতলানো দেহ কোনো পরোয়া করেনি
একটি আঘাতকেও দেয়নি থামিয়ে ।

জানি পরে কোনোদিন চেতনার আগমন হবে
প্রতিটি মুহূর্তের ব্যথাকে তা ন্যায্যতা দেবে।
আমরা সবাই এ-জগতের কান্নাহীন লোক ।
গর্বে বুক ভরে যায় আমাদের । আমরা সাধারণ । "

Anna Akhmatova , Anna Ahmatova Versei

53 " क्लियोपेट्रा
(मैं हवा और आग - शेक्सपियर)
एंथनी के मृत होंठ पहले से ही खाए और चूमे जा रहे थे
सीजर के पैर घुटने मोड़कर बैठे थे
सेवक गद्दार होते हैं। घने अंधेरे में
हार को देखते हुए, रोम के ईगलपक्खी तालियों से खेल रहे हैं।

अपने आकर्षक रूप में अंतिम व्यक्ति, घर में प्रवेश किया
लंब और शाही। स्टालिन अपनी रानी के सामने:
"आप सड़क पर एक गुलाम-लड़की की तरह चलेंगे, क्योंकि विजेता!"
वह सुनता है और सोता है, एक बतख की तरह, उष्णकटिबंधीय गर्मी!

भोर में, उसके बच्चे एक चेन बांधेंगे। थोड़ा प्यार
वह अभी भी दुनिया में है: वह भी आदमी के साथ मजाक करता है।
फिर इसे छोड़ना दया की तरह जहरीला होगा
श्यामल छाती के हाथों में काली विशालकाय "

Anna Akhmatova , Anna Ajmatova