Home > Author > Arunesh Ghosh

Arunesh Ghosh QUOTES

1 " স্বপ্ন শোকগাথা
...................
বয়স্কের হাড়ে
লোলচর্ম বৃদ্ধের ভেতরে
কালকের সেই সব দ্রোহী বালিকারা
আজকের এই সব ন্যাংটো স্রোতধারা
যে কুয়াশা ঢুকে গেছে
যে শীতের বাতাস গিয়ে কামড়ে ধরেছে
তারই সাথে যুদ্ধ করে -- করে করে --- ঝরে পড়ে লালা
তরল, আঠালো, তিক্ত -- তীব্র জ্বালা, তবু সে তো বহমান ধারা

যদি কোনও অর্থ হয় --- সেই অর্থ লুপ্ত-হওয়া হোগলা বন
ফের এও বলা যায় -- ছুটে গিয়ে পান করি মুগ্ধ মৃত্যুস্তন
আমরা তো জেনেও জানি না
বৃদ্ধ ও বালিকা
আগুনের স্ত্রী
ক্ষুধার নিবৃত্তি
তারই পৌরুষজাত শিখা
কে কার ঔরসজাত -- জেনে নিয়ে, ছিন্ন হয়ে একা !
সে আগুন নিভু-নিভু আজ
ফুঁ দিয়ে উসকে দ্যায় উষ্ণতর হাত
কোন এক অবোধ জঘন
মোম হয়ে গলে-গলে পোড়ে আদি নগ্নটুকু
আত্মা -- দুটি স্তন
মুঠো করে ধরতেই আঠালো উদ্বেগ
উচ্ছ্রিত করবে তারা, করবেই, জেদ আর হাঁটু পেতে বসে
মুখে পুরে নিয়ে হোক --- কিংবা বুকে ঘসে "

Arunesh Ghosh