Home > Author > T.S. Eliot >

" দি জানিতাম, যারে আমি দিতেছি উত্তর
পুনরপি সে ফিরিবে এ–মরজগতে
তবে ফের এই শিখা জ্বলিত না মোর
অপিচ কদাপি কেহ এ-পাতাল হ’তে
জীবন্ত ফেরেনি; শুনি যাহা তাহা সত্য হ’লে
তব কাছে করিব বর্ণন নিন্দাভীতি বিনা।

তুমি আর আমি মিলে চলো তবে যাই,
যখন ছড়ানো সন্ধ্যা আকাশের গায়
ইথার-অবশ এক রোগী যেন টেবিলে-শোয়ানো;

চলো যাই, আধ-ফাঁকা পথগুলো দ’লে
এক-রজনীর-শস্তা-হোটেলে হোটেলে
অস্থির রাতের যতো ক্ষীয়মান প্রলাপ এড়িয়ে
আর ওই ঝিনুক-শোভিত আর কাঠের কুচিতে ছাওয়া রেস্তোরাঁর ভিড়ে
সেইসব পথের চলন
ফন্দি-আঁটা একঘেঁয়ে তর্ক যেমন
এরা সবে নিয়ে চলে তোমায় বিহ্বলকর জিজ্ঞাসার দিকে…
জানতে চেয়ো না তুমি, অহো, ‘এটা কি’?
যাই আর চলো গিয়ে দেখি।

ঘরটিতে মহিলারা আসে আর যায়
মিকেলেঞ্জেলোর কথা জিভের ডগায়। "

T.S. Eliot


Image for Quotes

T.S. Eliot quote : দি জানিতাম, যারে আমি দিতেছি উত্তর<br />পুনরপি সে ফিরিবে এ–মরজগতে<br />তবে ফের এই শিখা জ্বলিত না মোর<br />অপিচ কদাপি কেহ এ-পাতাল হ’তে<br />জীবন্ত ফেরেনি; শুনি যাহা তাহা সত্য হ’লে<br />তব কাছে করিব বর্ণন নিন্দাভীতি বিনা।<br /><br />তুমি আর আমি মিলে চলো তবে যাই,<br />যখন ছড়ানো সন্ধ্যা আকাশের গায়<br />ইথার-অবশ এক রোগী যেন টেবিলে-শোয়ানো;<br /><br />চলো যাই, আধ-ফাঁকা পথগুলো দ’লে<br />এক-রজনীর-শস্তা-হোটেলে হোটেলে<br />অস্থির রাতের যতো ক্ষীয়মান প্রলাপ এড়িয়ে<br />আর ওই ঝিনুক-শোভিত আর কাঠের কুচিতে ছাওয়া রেস্তোরাঁর ভিড়ে<br />সেইসব পথের চলন<br />ফন্দি-আঁটা একঘেঁয়ে তর্ক যেমন<br />এরা সবে নিয়ে চলে তোমায় বিহ্বলকর জিজ্ঞাসার দিকে…<br />জানতে চেয়ো না তুমি, অহো, ‘এটা কি’?<br />যাই আর চলো গিয়ে দেখি।<br /><br />ঘরটিতে মহিলারা আসে আর যায়<br />মিকেলেঞ্জেলোর কথা জিভের ডগায়।