Home > Author > >

" আমার শত্রুদের জন্য
আমি এখনও রয়েছি এখানে, এক চামড়ার ভেতরে
ভুতুড়ে রেইনকোটের চেয়েও রোগা ;
সেই পাখিদের মতন অদ্ভুত যারা বেহায়াপনায়
একগুঁয়ে পাম্পগুলো ঠোকরায়
যা থেকে কিছুই মেলে না…
তোমার কারবারে পাগল হয়ে
যার জন্য টাকা-নেবার মেশিন
তাদের যাজকীয় ঘণ্টাসহ
এক রাষ্ট্রিয় গির্জা হয়ে দাঁড়ায়;
তুমিও, যার তাৎক্ষণিক হাসি
আমার পায়ের কাছের মাটিতে ফাটল ধরায়…
তোমার বউ যাক স্বর্গোদ্যানে
জঞ্জালফেলার লোকটার সঙ্গে,
তোমার লিঙ্গ ঝুলুক জুতোর ফিতের মতন,
তোমার বিচিদুটো হয়ে যাক শুকনো আঙুর
চোখে শাদায় গজাক চুল
আর তোমার চোখের পাতা পালটে যাক
ঘাস ছাঁটার মেশিনে
যা নয়টা থেকে পাঁচটা কাটতে থাকে…
মানুষ হলো চামড়ার অসুখ
যা পৃথিবীকে ঢেকে রেখেছে ।
নক্ষত্রগুলো অ্যান্টিবডি
এসে পড়লো, তোমার রাষ্ট্রপতি
হলো আফ্রিকার রক্তচোষা মাছি... "

, In a Dybbuk's Raincoat: Collected Poems


Image for Quotes

 quote : আমার শত্রুদের জন্য<br />আমি এখনও রয়েছি এখানে, এক চামড়ার ভেতরে<br />ভুতুড়ে রেইনকোটের চেয়েও রোগা ;<br />সেই পাখিদের মতন অদ্ভুত যারা বেহায়াপনায়<br />একগুঁয়ে পাম্পগুলো ঠোকরায়<br />যা থেকে কিছুই মেলে না…<br />তোমার কারবারে পাগল হয়ে <br />যার জন্য টাকা-নেবার মেশিন<br />তাদের যাজকীয় ঘণ্টাসহ<br />এক রাষ্ট্রিয় গির্জা হয়ে দাঁড়ায়;<br />তুমিও, যার তাৎক্ষণিক হাসি<br />আমার পায়ের কাছের মাটিতে ফাটল ধরায়…<br />তোমার বউ যাক স্বর্গোদ্যানে<br />জঞ্জালফেলার লোকটার সঙ্গে,<br />তোমার লিঙ্গ ঝুলুক জুতোর ফিতের মতন,<br />তোমার বিচিদুটো হয়ে যাক শুকনো আঙুর<br />চোখে শাদায় গজাক চুল<br />আর তোমার চোখের পাতা পালটে যাক<br />ঘাস ছাঁটার মেশিনে<br />যা নয়টা থেকে পাঁচটা কাটতে থাকে…<br />মানুষ হলো চামড়ার অসুখ<br />যা পৃথিবীকে ঢেকে রেখেছে ।<br />নক্ষত্রগুলো অ্যান্টিবডি<br />এসে পড়লো, তোমার রাষ্ট্রপতি<br />হলো আফ্রিকার রক্তচোষা মাছি...