Home > Author > John Ashbery >

" সবাই এরা দেখতে বড় চমকপ্রদ
প্রতিবেশীর সঙ্গে মেশা গদগদ
কর্ম যেন কথা বলায় ব্যস্ত থাকা
দৈবটাকে দুহাত দিয়ে সাজিয়ে রাখা।

হঠাৎ করে দেখা হলো এইযে প্রাতে
অন্য জগৎ থেকে আসা তোমার সাথে
তোমার আমার জন্য ছিলো এই নিয়তি
বৃথা চেষ্টা করে করে গাছের ক্ষতি।

এইখানে তো আমরা আছি বলতে পারি
এই থাকাটা শুধুই থাকা আভাস তারই
নাকি এটার কোনোরকম অর্থ আছে
পরশ, প্রেম ও বিশ্লেষণের ধারেকাছে।

আমরা খুশি কেউ আমাদের পায়নি খুঁজে "

John Ashbery , Apparitions: Poems


Image for Quotes

John Ashbery quote : সবাই এরা দেখতে বড় চমকপ্রদ<br />প্রতিবেশীর সঙ্গে মেশা গদগদ<br />কর্ম যেন কথা বলায় ব্যস্ত থাকা<br />দৈবটাকে দুহাত দিয়ে সাজিয়ে রাখা।<br /><br />হঠাৎ করে দেখা হলো এইযে প্রাতে<br />অন্য জগৎ থেকে আসা তোমার সাথে<br />তোমার আমার জন্য ছিলো এই নিয়তি<br />বৃথা চেষ্টা করে করে গাছের ক্ষতি।<br /><br />এইখানে তো আমরা আছি বলতে পারি<br />এই থাকাটা শুধুই থাকা আভাস তারই<br />নাকি এটার কোনোরকম অর্থ আছে<br />পরশ, প্রেম ও বিশ্লেষণের ধারেকাছে।<br /><br />আমরা খুশি কেউ আমাদের পায়নি খুঁজে