Home > Author > Jibanananda Das >

" তুমি কি গ্রীস পোল্যাণ্ড চেক প্যারিস মিউনিক
টোকিও রোম ন্যুইয়র্ক ক্রেমলিন আটলান্টিক
লণ্ডন চীন দিল্লী মিশর করাচী প্যালেস্টাইন?
একটি মৃত্যু, এক ভূমিকা, একটি শুধু আইন।’
বলছে মেশিন। মেশিনপ্রতিম অধিনায়ক বলে:
‘সকল ভূগোল নিতে হবে নতুন ক’রে গ’ড়ে
আমার হাতে গড়া ইতিহাসের ভেতরে,
নতুন সময় সীমাবলয় সবই তো আজ আমি;
ওদের ছোঁয়া বাঁচিয়ে আমার সত্ত্বাধিকারকামী;
আমি সংঘ জাতি রীতি রক্ত হলুদ নীল;
সবুজ শাদা মেরুন অশ্লীল
নিয়মগুলো বাতিল করি; কালো কোর্তা দিয়ে
ওদের ধূসর পাটকিলে বফ্ কোর্তা তাড়িয়ে
আমার অনুচরের বৃন্দ অন্ধকারের বার
আলোক ক’রে কী অবিনাশ দ্বৈপ-পরিবার।

:অনন্দা "

Jibanananda Das ,


Image for Quotes

Jibanananda Das quote : তুমি কি গ্রীস পোল্যাণ্ড চেক প্যারিস মিউনিক<br />টোকিও রোম ন্যুইয়র্ক ক্রেমলিন আটলান্টিক<br />লণ্ডন চীন দিল্লী মিশর করাচী প্যালেস্টাইন?<br />একটি মৃত্যু, এক ভূমিকা, একটি শুধু আইন।’<br />বলছে মেশিন। মেশিনপ্রতিম অধিনায়ক বলে:<br />‘সকল ভূগোল নিতে হবে নতুন ক’রে গ’ড়ে<br />আমার হাতে গড়া ইতিহাসের ভেতরে,<br />নতুন সময় সীমাবলয় সবই তো আজ আমি;<br />ওদের ছোঁয়া বাঁচিয়ে আমার সত্ত্বাধিকারকামী;<br />আমি সংঘ জাতি রীতি রক্ত হলুদ নীল;<br />সবুজ শাদা মেরুন অশ্লীল<br />নিয়মগুলো বাতিল করি; কালো কোর্তা দিয়ে<br />ওদের ধূসর পাটকিলে বফ্ কোর্তা তাড়িয়ে<br />আমার অনুচরের বৃন্দ অন্ধকারের বার<br />আলোক ক’রে কী অবিনাশ দ্বৈপ-পরিবার।<br /><br />:অনন্দা