Home > Author > Narayan Sanyal >

" হয়তো সে হতভাগ্য একলা, জোট-নিরপেক্ষ, অন্তেবাসী! বাকি নিরানব্বইজন এককাট্টা! ঘাড় ধরে ওরা লোকটাকে বার করে দেবে রাজসভা থেকে।
দিক। কালীপ্রসন্ন সিংহের মহাভারত সেও পড়েছে। জানে, বিকর্ণকে বরদাস্ত করেনি স্বাধিকারপ্রমত্তের দল। লোকটা সভাত্যাগ করে চলে যাবে, হয়তো লোকালয় থেকেও উচ্ছেদ করা হবে তাকে। চলে যাবে অরণ্যে। তবে মাথা খাড়া রেখেই।
অন্তেবাসী, অরণ্যচারী, “বুনো” হয়ে যাওয়া অসামাজিক, অশোভন, হতে পারে - সেটা অমর্যাদার, অগৌরবের নয়। "

Narayan Sanyal , আবার সে এসেছে ফিরিয়া


Image for Quotes

Narayan Sanyal quote : হয়তো সে হতভাগ্য একলা, জোট-নিরপেক্ষ, অন্তেবাসী! বাকি নিরানব্বইজন এককাট্টা! ঘাড় ধরে ওরা লোকটাকে বার করে দেবে রাজসভা থেকে।<br />দিক। কালীপ্রসন্ন সিংহের মহাভারত সেও পড়েছে। জানে, বিকর্ণকে বরদাস্ত করেনি স্বাধিকারপ্রমত্তের দল। লোকটা সভাত্যাগ করে চলে যাবে, হয়তো লোকালয় থেকেও উচ্ছেদ করা হবে তাকে। চলে যাবে অরণ্যে। তবে মাথা খাড়া রেখেই।<br />অন্তেবাসী, অরণ্যচারী, “বুনো” হয়ে যাওয়া অসামাজিক, অশোভন, হতে পারে - সেটা অমর্যাদার, অগৌরবের নয়।