Home > Author > Sadat Hossain >

" এই দেশে অনশন, মানববন্ধন করে কোনো লাভ হয়েছে কোনোদিন? কোনো দাবিদাওয়া আদায় হয়েছে? হয় নাই। কারণ, ওগুলা এদেশের জিনিস না। ওগুলা হলো শিক্ষিত, উন্নত দেশের জিনিস। এই দেশের দাবি আদায়ের জিনিস হলো জ্বালাওপোড়াও, ভাঙচুর, হরতাল-অবরোধ। কথায় আছে না, যেমন ওল, তেমন বাঘা তেঁতুল? এসব মানব বন্ধন-ফন্দন এই দেশে চলে না। মানুষ ভাবে মশকরা হচ্ছে। তারা বিষয়টাতে বিনোদন পায়; কিন্তু আন্দোলনটা আর পায় না। আমাদের দেশে শাসকশ্রেণী হলো লোহা। আর লোহা গলাতে লাগে আগুন। পানিতে লোহা গলেনা, গলে আগুনে। যেই জিনিসের যেই নিয়ম। "

Sadat Hossain , মরণোত্তম


Image for Quotes

Sadat Hossain quote : এই দেশে অনশন, মানববন্ধন করে কোনো লাভ হয়েছে কোনোদিন? কোনো দাবিদাওয়া আদায় হয়েছে? হয় নাই। কারণ, ওগুলা এদেশের জিনিস না। ওগুলা হলো শিক্ষিত, উন্নত দেশের জিনিস। এই দেশের দাবি আদায়ের জিনিস হলো জ্বালাওপোড়াও, ভাঙচুর, হরতাল-অবরোধ। কথায় আছে না, যেমন ওল, তেমন বাঘা তেঁতুল? এসব মানব বন্ধন-ফন্দন এই দেশে চলে না। মানুষ ভাবে মশকরা হচ্ছে। তারা বিষয়টাতে বিনোদন পায়; কিন্তু আন্দোলনটা আর পায় না। আমাদের দেশে শাসকশ্রেণী হলো লোহা। আর লোহা গলাতে লাগে আগুন। পানিতে লোহা গলেনা, গলে আগুনে। যেই জিনিসের যেই নিয়ম।