Home > Author > Jorge Luis Borges >

" হোর্হে লুই বোর্হেস-এর কবিতা (১৮৯৯ - ১৯৮৬) । অনুবাদ : মলয় রায়চৌধুরী


বাইরের প্রাঙ্গণ
সন্ধ্যাবেলায়
ওরা বিষণ্ণ হয়ে যায়, প্রাঙ্গণের দুই বা তিনটি রঙ ।
আজ রাতে, চাঁদ, উজ্বল বৃত্ত,
পরিসরের ওপরে খবরদারি করতে পারে না ।
বাইরের প্রাঙ্গণ, আকাশের খাল ।
বাইরের প্রাঙ্গণ ঢালু
হয়ে যায় যেখান দিয়ে আকাশ ঘরে ঢোকে ।
নির্মল,
অনন্তকাল নক্ষত্রদের চৌমাথায় অপেক্ষা করে ।
বন্ধুত্বময় অন্ধকারে থাকতে ভালো লাগে
প্রবেশপথে, কুঞ্জবন আর জলাধার । "

Jorge Luis Borges


Image for Quotes

Jorge Luis Borges quote : হোর্হে লুই বোর্হেস-এর কবিতা (১৮৯৯ - ১৯৮৬) । অনুবাদ : মলয় রায়চৌধুরী<br /><br /><br />বাইরের প্রাঙ্গণ<br />সন্ধ্যাবেলায়<br />ওরা বিষণ্ণ হয়ে যায়, প্রাঙ্গণের দুই বা তিনটি রঙ ।<br />আজ রাতে, চাঁদ, উজ্বল বৃত্ত,<br />পরিসরের ওপরে খবরদারি করতে পারে না ।<br />বাইরের প্রাঙ্গণ, আকাশের খাল ।<br />বাইরের প্রাঙ্গণ ঢালু <br />হয়ে যায় যেখান দিয়ে আকাশ ঘরে ঢোকে ।<br />নির্মল,<br />অনন্তকাল নক্ষত্রদের চৌমাথায় অপেক্ষা করে ।<br />বন্ধুত্বময় অন্ধকারে থাকতে ভালো লাগে<br />প্রবেশপথে, কুঞ্জবন আর জলাধার ।