Home > Author > Forugh Farrokhzad >

" আমার বোনকে
বোন, তোমার স্বাধীনতার জন্য উঠে দাঁড়াও
এতো চুপচাপ কেন তুমি ?
উঠে দাঁড়াও কেননা এবার থেকে
স্বৈরাচারী পুরুষদের রক্তে নিজেকে ভেজাতে হবে ।

তোমার অধিকার দাবি করো, বোন,
যারা তোমাকে দুর্বল করে রেখেছে তাদের কাছ থেকে,
তাদের কাছ থেকে যারা অসংখ্য কৌশল আর ষড়যন্ত্রে
বাড়ির এক কোনে তোমাকে বসিয়ে রেখেছে।

আর কতোদিন আনন্দ দেবার জিনিস হয়ে থাকবে
পুরুষদের কামনার হারেমে ?
কতোদিন তোমার গর্বিত মাথা নত করবে তাদের পায়ে
তমসাকবলিত চাকরানির মতন ?

আর কতোদিন একগাল রুটির জন্য,
এক বুড়ো হাজির সাময়িক বউ হয়ে থাকবে,
দেখতে থাকবে দ্বিতীয় আর তৃতীয় প্রতিদ্বন্দ্বী বউদের ।
শোষন আর নিষ্ঠুরতা, বোন আমার, আর কতো কাল ?

তোমার ক্রুদ্ধ গোঙানি
নিশ্চিত হয়ে উঠুক এক বিক্ষুব্ধ চিৎকার ।
এই শক্ত বাঁধন তোমাকে ছিঁড়তেই হবে
যাতে তোমার জীবন হয়ে ওঠে স্বাধীন ।

উঠে দাঁড়াও আর অত্যাচারকে মূল থেকে উপড়ে তোলো।
তোমার রক্তাক্ত হৃদয়কে আরাম দাও ।
তোমার স্বাধীনতার জন্য, সংগ্রাম করো
আইন বদলাবার জন্য, উঠে দাঁড়াও । "

Forugh Farrokhzad , تولدی‌ دیگر


Image for Quotes

Forugh Farrokhzad quote : আমার বোনকে<br />বোন, তোমার স্বাধীনতার জন্য উঠে দাঁড়াও<br />এতো চুপচাপ কেন তুমি ? <br />উঠে দাঁড়াও কেননা এবার থেকে<br />স্বৈরাচারী পুরুষদের রক্তে নিজেকে ভেজাতে হবে । <br /><br />তোমার অধিকার দাবি করো, বোন,<br />যারা তোমাকে দুর্বল করে রেখেছে তাদের কাছ থেকে,<br />তাদের কাছ থেকে যারা অসংখ্য কৌশল আর ষড়যন্ত্রে<br />বাড়ির এক কোনে তোমাকে বসিয়ে রেখেছে।<br /><br />আর কতোদিন আনন্দ দেবার জিনিস হয়ে থাকবে<br />পুরুষদের কামনার হারেমে ?<br />কতোদিন তোমার গর্বিত মাথা নত করবে তাদের পায়ে<br />তমসাকবলিত চাকরানির মতন ?<br /><br />আর কতোদিন একগাল রুটির জন্য,<br />এক বুড়ো হাজির সাময়িক বউ হয়ে থাকবে,<br />দেখতে থাকবে দ্বিতীয় আর তৃতীয় প্রতিদ্বন্দ্বী বউদের ।<br />শোষন আর নিষ্ঠুরতা, বোন আমার, আর কতো কাল ?<br /><br />তোমার ক্রুদ্ধ গোঙানি<br />নিশ্চিত হয়ে উঠুক এক বিক্ষুব্ধ চিৎকার ।<br />এই শক্ত বাঁধন তোমাকে ছিঁড়তেই হবে<br />যাতে তোমার জীবন হয়ে ওঠে স্বাধীন ।<br /><br />উঠে দাঁড়াও আর অত্যাচারকে মূল থেকে উপড়ে তোলো।<br />তোমার রক্তাক্ত হৃদয়কে আরাম দাও ।<br />তোমার স্বাধীনতার জন্য, সংগ্রাম করো<br />আইন বদলাবার জন্য, উঠে দাঁড়াও ।