Home > Author > Peter Orlovsky >

" আমার বিছানা হলুদ রঙে ঢাকা
আমার বিছানা হলুদ রঙে ঢাকা -- হে সূর্য, আমি তোমার ওপরে বসি
ওহ সোনালি ক্ষেত তোমার ওপরে শুই
ওহ টাকাকড়ি তোমাব স্বপ্নে দেখি
আরও, আরও, কেঁদে ওঠে বিছানা -- আমার সঙ্গে বেশি কথা বলো--
ওহ বিছানা পৃথিবীর ভার নিয়েছে
তোমার ওপরে রাখা সব হারিয়ে যাওয়া স্বপ্ন
ওহ বিছানা যার চুল গজায় না, যার সঙ্গে সঙ্গম করা যায় না
কিংবা যে সঙ্গম করতে পারে না
ওহ বিছানা সব যুগের খাবারের গুঁড়ো তোমার ওপরে জড়ো করা
হে হলুদ রঙের বিছানা সূর্যের দিকে কুচকাওয়াজ করে যাও
যেখানে তোমার যাত্রা ফুরোবে
ওহ ৫০ পাউণ্ডের বিছানা যে ৪০০ পাউণ্ডের বেশি নিতে পারে
কতো শক্তিমান তুমি
হে বিছানা, কেবল মানুষের জন্য আর জান্তুদের জন্য নয়
হল;উদ বিছানা কবে জন্তুরা সমান অধিকার পাবে ?
ওহ চারপেয়ে বিছানা মেঝের ওপরে চিরকালের জন্য তৈরি
ওহে হলুদ বিছানা জগতের সমস্ত খবর
তোমার ওপরে কখনও না কখনও শোয়
১৯৫৭, প্যারিস "

Peter Orlovsky , Clean Asshole Poems and Smiling Vegetable Songs


Image for Quotes

Peter Orlovsky quote : আমার বিছানা হলুদ রঙে ঢাকা<br /> আমার বিছানা হলুদ রঙে ঢাকা -- হে সূর্য, আমি তোমার ওপরে বসি<br />ওহ সোনালি ক্ষেত তোমার ওপরে শুই<br />ওহ টাকাকড়ি তোমাব স্বপ্নে দেখি<br /> আরও, আরও, কেঁদে ওঠে বিছানা -- আমার সঙ্গে বেশি কথা বলো--<br />ওহ বিছানা পৃথিবীর ভার নিয়েছে<br /> তোমার ওপরে রাখা সব হারিয়ে যাওয়া স্বপ্ন<br />ওহ বিছানা যার চুল গজায় না, যার সঙ্গে সঙ্গম করা যায় না <br /> কিংবা যে সঙ্গম করতে পারে না<br />ওহ বিছানা সব যুগের খাবারের গুঁড়ো তোমার ওপরে জড়ো করা<br />হে হলুদ রঙের বিছানা সূর্যের দিকে কুচকাওয়াজ করে যাও <br /> যেখানে তোমার যাত্রা ফুরোবে<br />ওহ ৫০ পাউণ্ডের বিছানা যে ৪০০ পাউণ্ডের বেশি নিতে পারে <br /> কতো শক্তিমান তুমি<br />হে বিছানা, কেবল মানুষের জন্য আর জান্তুদের জন্য নয়<br /> হল;উদ বিছানা কবে জন্তুরা সমান অধিকার পাবে ?<br /> ওহ চারপেয়ে বিছানা মেঝের ওপরে চিরকালের জন্য তৈরি<br />ওহে হলুদ বিছানা জগতের সমস্ত খবর<br /> তোমার ওপরে কখনও না কখনও শোয়<br />১৯৫৭, প্যারিস